নোটিশ বোর্ড
- ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তিঃ
- ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি
- সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও কলেজসমূহের ২০২৪ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১১শ ও সমমান শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হতে উপবৃত্তির জন্য আবেদনের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্যাদি অগ্রিম সংগ্রহকরণ
- ২০২৩-২০২৪ অর্থ বছরে নিবার্চিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের(নিম্ন মাধ্যমিক বিদ্যালয়) শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার(এমপিও) সরকারি অংশ প্রদান
প্রতিষ্ঠানের ইতিহাস
মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলে পৃথিমপাশা ইউনিয়নে মনু নদীর তীরঘেষে অবস্থিত মনু মডেল কলেজটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আঙ্খাকার প্রতিফলন হিসাবে উচ্চ শিক্ষার সুযোগ প্রসারিত করার লক্ষে পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ সাহেব এর একান্ত প্রচেষ্টায় এলাকার শিক্ষানুরাগী যুবক, তরুন, মুরব্বীয়ান ও প্রবাসীদের সহযোগীতায় কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংসনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।
অধ্যক্ষের বাণী
২০২৪ সালের ১লা জুলাই থেকে মনু মডেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। কলেজটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে উচ্চ শিক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল অর্জনের পাশাপাশি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করে চলেছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল।
প্রতিষ্ঠানের এই সাফল্যের জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংসনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, প্রভাষকগনের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।
মোঃ মোসলেহ উদ্দিন
অধ্যক্ষ
মনু মডেল কলেজ
মোবাইল: ০১৭১২-৩৮৯৪৮২
সভাপতির বাণী
আমি মনু মডেল কলেজটি প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্টানের সাথে জড়িত আছি। কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের লেখা পড়ায় পিছিয়ে পড়া এলাকার জন্য এই উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়, আমরা জানি যে জাতি যত শিক্ষিত তত উন্নত, একটি জাতিকে উন্নত করতে হলে সর্ব প্রথম শিক্ষার প্রয়োজন। আমি অত্র এলাকার শিক্ষা বিস্তারে সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় মনু মডেল কলেজটি এলাকার সর্বসাধারণকে সাথে নিয়ে ২০১৪ সালে প্রতিষ্ঠা করি এবং নির্বাহী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মনু মডেল কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা সিলেট মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচ এস সি পরীক্ষায় অংশ গ্রহন করে ভালো ফলাফল অর্জন করে আসছে। আমি প্রতিনিয়ত কলেজের অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দের সাথে যোগাযোগ রক্ষার পাশাপাশি কলেজের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার দিক নির্দেশনা প্রদান করে থাকি। আমি আশাবাদী একদিন এই কলেজ ডিগ্রি কলেজে উন্নীত হবে এবং দেশে বিদেশে কলেজের সুনাম ছড়িয়ে পড়বে।
আমি প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
সভাপতি
মোঃ আব্দুল লতিফ
সাবেক চেয়ারম্যান, ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদ।
মোবাইলঃ ০১৭১৫-১৭২২৯১